• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

যেসব কারণে বাড়ছে সোনার দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৬:৪৬ পিএম
যেসব কারণে বাড়ছে সোনার দাম
নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে মানুষ আবারও সোনার দিকে ঝুঁকছেন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। মঙ্গলবার (৫ মার্চ) সোনার স্পট মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৪১ ডলারে উঠে যায়। এরপর তা আবার ২ হাজার ১৩০ ডলারে নেমে আসে।

এক প্রতিবেদনে রয়টার্স সোনার দাম বাড়ার কারণ হিসেবে একাধিক বিষয় উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির রাশ আলগা করবে—এমন খবর। আর ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে মানুষ আবারও সোনার দিকে ঝুঁকছেন।

রয়টার্স আরও জানিয়েছে, এশিয়ার বাজারে সোনার চাহিদা বেশি এবং এখন তা আরও বাড়ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ রিজার্ভ হিসেবে সোনা কিনছে। গত আট মাসে তারা যত সোনা বিক্রি করেছে, তার চেয়ে বেশি পরিমাণে কিনেছে।

এদিকে স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাতে যাচ্ছে। যার ফলে আগামী ছয় মাসের মধ্যে সোনার দাম ২ হাজার ৩০০ ডলারে ওঠার সম্ভাবনা রয়েছে।

Link copied!