• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে : হানিফ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৩:১০ পিএম
মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ফাইল ফটো

মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন,“নীতিনৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত শিশু শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, “আজ মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মধ্যে নীতিনৈতিকতা নেই।”

বঙ্গবন্ধুকে স্মরণ করে মাহবুবউল আলম হানিফ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আজ আমরা স্বাধীন। তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার।”

Link copied!