বিএনপির চলমান কর্মসূচিতে আওয়ামী লীগ ভীত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শুক্রবার (৩ মার্চ) সকালে শেরে বাংলাকৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ পালানোর দল নয় উল্লেখ করে নাছিম বলেন, “আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে।”
বিএনপি নেতাদের সমালোচনা করে নাছিম আরও বলেন, “বিএনপি নেতারা মুচলেকা দিয়ে পালিয়ে বেড়ান। বিদেশে গিয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণের নিরাপত্তায় কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ।”