কালো টাকা দেশে থাকেও না, বিনিয়োগও হয় না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. রহমাতুল মুনিম।
শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রহমাতুল মুনিম বলেন, “বেনজীরের টাকা কেইসে (মামলায়) পড়ে গেছে। এটা কীভাবে সাদা হবে। এখন ফৌজদারি মামলা চলছে।”
সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে এনবিআরের চেয়ারম্যান বলেন, “বিভিন্ন কারণে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে। সেটি নানা কারণে রিটার্নে না-ও দেখানো হতে পারে। এ ছাড়া জমি ক্রয়-বিক্রয়ে অনেক কালো টাকা অন্তর্ভুক্ত হয়ে যায়।”
রহমাতুল মুনিম আরও বলেন, “যারা কালো টাকা তৈরি করেন, তারা অর্থনীতিতে ব্যবহারের জন্য তা করেন না। তারা কালো টাকা ভোগবিলাসে ব্যয় করেন। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে রিটার্নে সুবিধা দেওয়ার জন্য।”