• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

গুলিস্তানে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৬:৪৮ পিএম
গুলিস্তানে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও ছয়জন পুরুষ।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার ছিদ্দিক বাজারে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া অনেকের শরীর পুড়ে যাওয়ায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণে ভবনের জানালার গ্লাস, দেওয়াল ভেঙেছে। বহুতল ভবনটির প্রতিটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করছেন। ইতোমধ্যে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেছেন, সেখানে অনেকে আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। তাদের উদ্ধারে কাজ চলছে। ভেতরেও অনেকে আটকা আছেন।

বহুতল ভবনটির বিভিন্ন ফ্লোরে বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। বিস্ফোরণের সময় ভেতরে অনেকেই ছিলেন। তারা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। তবে, এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।

Link copied!