• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

রিজার্ভের হিসাব চান মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৭:২৪ পিএম
রিজার্ভের হিসাব চান মির্জা ফখরুল

রিজার্ভ থেকে পায়রা বন্দর তৈরিতে যে ব্যয় করা হয়েছে, তার হিসাব জানতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের রিজার্ভ থেকে খাদ্যশস্য কেনার জন্য ব্যয় করা হয়, ঋণ পরিশোধ করি। কিন্তু প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন এটা পায়রা বন্দরে খরচ হয়েছে। আমরা জানতে চাই কীভাবে খরচ হলো? কাদের দিয়ে করালেন? কোথায় কার কাছে হিসাব দিলেন?”

কেন্দ্রীয় ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে উল্লেখ্য করে বিএনপির মহাসচিব বলেন, “শেয়ার মার্কেটে নিঃস্ব হয়ে গেছে। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।”

তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পর দেখলাম আমরা যা ছিলাম, তার চাইতেও খারাপ অবস্থায় আছি। আমরা এখন আর কথাও বলতে পারছি না। আমাদের সভা করতে দেওয়া হয় না।”

বিএনপির কোনো বিকল্প নাই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় নির্বাচন তো পরের কথা তার আগে তাদের বিদায় করতে চাই। এখন তরুণদের দায়িত্ব হচ্ছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশকে আবারও মুক্ত করবেন। আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।”

Link copied!