• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ভালোবাসা দিবসে মেট্রোরেল চলাচল যে কারণে বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০২:৩৬ পিএম
ভালোবাসা দিবসে মেট্রোরেল চলাচল যে কারণে বন্ধ
ঢাকার মেট্রোরেল। ছবি : সংগৃহীত

পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি)। এদিন যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল চলাচলে সাময়িক বন্ধ রয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে গণপরিবহনটির চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, মিরপুরের কাজীপাড়া অংশে মেট্রোরেলের ইলেকট্রিক তারে ঘুড়ি আটকে পড়ায় ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।

তথ্যটি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে জানান, এদিন দুপুর ১টা ১০ মিনিটে তারের ওপর ঘুড়িটি পড়ে। প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেনের চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়নি।

Link copied!