• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

দাম কমিয়ে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:২২ পিএম
দাম কমিয়ে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ
ভোজ্যতেলের দোকান। ছবি : সংগৃহীত

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ‌১৪৯ টাকা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

আহসানুল ইসলাম টিটু বলেন, “বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা তেল ১৪৯ টাকা। আগামী ১ মার্চ থেকে এই মূল্য কার্যকর হবে।

এর আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়েছিল।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, রোববার (১৮ ফেব্রুয়ারি) দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল বিক্রি হয় ১৭০ থেকে ১৭৩ টাকায়। এক বছর আগে এই দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা।

Link copied!