• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বিএনপির যে ‘ভুল’ ধরিয়ে দিলেন আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৭:১৭ পিএম
বিএনপির যে ‘ভুল’ ধরিয়ে দিলেন আইনমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

নির্বাচনে না এসে বিএনপি ‘ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “জনগণের সম্পৃক্ততা হারালে কোনো রাজনৈতিক দল ঠিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে।”

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগাঁ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক, বিএনপি-জামায়াত তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে।”

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “আপনারা ২০১৪ সালে বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার অপচেষ্টা দেখেছেন, অগ্নিসন্ত্রাস দেখেছেন, বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলতে দেখেছেন। এখন সেই ঘটনার বিচার যখন হচ্ছে, তারা বলছে এক লাখ ২৯ হাজার মামলা দিয়ে হয়রানি করছে। এটা মিথ্যা। তারা ২০১৮ সালেও নির্বাচন বানচাল করার একটা নতুন কৌশল নিয়েছিল। সেটা হচ্ছে, প্রতিটি আসন থেকে তাদের তিন থেকে চারজনকে মনোনয়ন দেওয়া। শেষ পর্যন্ত নির্বাচনের দুই দিন আগে গিয়ে বলেছে, আমরা নির্বাচন করব না।”

আনিসুল হক আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এটা বিএনপি ও জামায়াতে ইসলামী চায় না। তারা কী চায়? তারা চায় দেশ একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত পাক। দেশের জনগণের ইচ্ছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা পরিবর্তন করেছেন। এখন গণতন্ত্র এ দেশে একটা রূপ নিয়েছে।”

Link copied!