• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ঈদের ছুটির আগেই বোনাস পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৮:৪১ পিএম
ঈদের ছুটির আগেই বোনাস পরিশোধের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

ঈদের ছুটির আগেই বোনাস এবং মার্চ মাসের বেতন কারও বকেয়া থাকলে তা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, “শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন। নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন। তবে দু-একটি কারখানার মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।”

তিনি বলেন, “সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নেবেন।”

শ্রমিক নেতৃবৃন্দ এপ্রিল মাসের ১০-২০ দিনের বেতনের দাবি করলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, “এ বিষয়ে টিসিসি সভায় কোনো সিদ্ধান্ত নেই। যদি কোনো মালিকের সামর্থ থাকে এবং ইচ্ছুক হোন তবে দিতে পারেন।”

এ প্রতিমন্ত্রী মালিক শ্রমিক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান।

Link copied!