• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে : আমু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৫:০৯ পিএম
বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে : আমু

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজ স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হয় মন্তব্য করে আমু বলেন, “ভারত-বাংলাদেশের মৈত্রীর মধ্যে এখন অনেকে ফাটল ধরাতে চায়। সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ়তা ও অটুট হয়েছে। বাংলাদেশের পাশে সব সময় থাকবে ভারত।”

Link copied!