পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গ্রামীণফোনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এ ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।
পাঁচ মাস বয়সী একটি বিড়ালছানাকে রড দিয়ে নির্মমভাবে পেটানোর অভিযোগ তুলে মঙ্গলবার (১৩ মে) এক ফেসবুক পোস্টে পিয়া বলেন, ‘গ্রামীণফোনের প্রতি আমার সব সময়ই শ্রদ্ধা রয়েছে, বিশেষ করে তাদের বিজ্ঞাপনে তারা প্রাণীদের প্রতি যে সহানুভূতি প্রদর্শন করে, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু কাজী হাসান মাহমুদ (গ্রামীণফোনের উপপরিচালক) এবং তার স্ত্রী অ্যারিস্টোফার্মা লিমিটেডের ফারহানার নিষ্ঠুরতা সকলের সামনে আসা উচিত। আমি আন্তরিকভাবে আশা করি এই দুটি উল্লেখযোগ্য সংস্থাই যথাযথ পদক্ষেপ নেবে অথবা অন্তত এই ব্যক্তিদের একটি ইতিবাচক বার্তা দেবে, ক্ষতির পরিবর্তে সহানুভূতিশীলতাকে উৎসাহিত করবে। এই মুহূর্তটিকে দয়া দেখানো এবং অনুপ্রাণিত করার একটি মুহূর্ত হিসেবে বিবেচনা করা যাক, যাতে পরেরবার কোনো প্রাণীকে মারধর করার পরিবর্তে, আমরা ভালোবাসা প্রদর্শন করতে পারি।’
বিস্তারিত জানিয়ে ওই পোস্টে তিনি বলেন, ‘ঘটনা ঘটেছে দুপুর ২:৩০টার দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন প্রতিবেশী কাজী হাসান মাহমুদ (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং তার স্ত্রী ফারহানা খানম (অ্যারিস্টোফার্মার উচ্চপদস্থ কর্মকর্তা)-এর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে ধাতব রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে। ইলমা ছুটে গিয়ে বিড়ালটিকে রক্ষা করে এবং তখনই বুঝতে পারে—এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের শিশু বিড়াল, মাত্র ৫ মাস বয়সী। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।’
এই ঘটনার প্রমাণাদি রয়েছে দাবি করে পিয়া বলেন, ‘ইলমার হাতে রয়েছে ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্লিপস, ছবি এবং গৃহকর্মী মজিদার নিজের মুখে দেওয়া স্বীকারোক্তি—সে ভবনের নিরাপত্তা প্রহরীদের সামনে বলেছে যে, ফারহানা ম্যাডামই তাকে বিড়ালটিকে মারতে বলেছে।’
বিড়ালকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। যেখানে বলা হয়েছে, ‘গ্রামীণফোন সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানে বিশ্বাস করে। সম্প্রতি আমরা একটি পোষা প্রাণী ও আমাদের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আমরা যেকোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই।’
জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন গ্রামীণফোনের উপপরিচালক কাজী হাসান মাহমুদ। সোমবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে পাশের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকা ইলমা নামের এক তরুণীর পোষা বিড়াল কাজী হাসান মাহমুদের বাসায় ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে পোষা বিড়ালটি রক্তাক্ত হয়। এ ঘটনায় ফেসবুকে কিছু ভিডিও ও ছবি শেয়ার করেন বিড়ালের মালিক ইলমা। কিছুক্ষণ পর সেই ঘটনা তুলে ধরেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।