• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ছিনতাইয়ের ৮ দিন পর জিএম কাদেরের ফোন উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৬:৫৭ পিএম
ছিনতাইয়ের ৮ দিন পর জিএম কাদেরের ফোন উদ্ধার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর কাওরান বাজার থেকে বুধবার (৭ সেপ্টেম্বর) ফোনটি উদ্ধার করে উত্তরা বিভাগের পুলিশ সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ ছিনতাইকারীকে।

গ্রেপ্তাররা হলেন মো. আজিজুল (২১), মো. আজিজ (১৯), মোহাম্মদ ইসমাইল (২৪), মো. সানাউল্লাহ (৩২) ও সুবল চন্দ্র ঘোষ (৩২)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ৭ নম্বর সেক্টরে জিএম কাদেরের বাসায় গিয়ে পুলিশ সদস্যরা ফোনটি তার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ হাসান, অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার। ফোন পেয়ে স্বস্তি প্রকাশ করেন জিএম কাদের। তিনি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

গত ৩১ আগস্ট রাতে বিমানবন্দর এলাকা থেকে ফোনটি ছিনতাই হয়েছিল।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে জিএম কাদেরের গাড়ি থেকে মোবাইলটি যে ছিনতাই করেছিল তার নাম আজিজুল। পরে আজিজুল মোবাইলটি হাতবদল করে। ছিনতাইয়ের আটদিন পর তার ফোনটি উদ্ধার করে পুলিশ।

Link copied!