• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বঙ্গবাজারে আগুন নেভাতে ছোড়া হচ্ছে ফায়ার বল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০১:০৪ পিএম
বঙ্গবাজারে আগুন নেভাতে ছোড়া হচ্ছে ফায়ার বল

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছোড়া হচ্ছে ফায়ার বল। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এই পদ্ধতি খুবই কার্যকরী।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে  সেনা, বিমান, নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব সদস্যরা। সেই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

ফায়ার বল দেখতে ফুটবলের মতো। এটি একটি অটোমেটিক ফায়ার সেফটি ডিভাইস। এটি আগুনের সংস্পর্শে আশা মাত্র ফেটে যায় এবং অতি দ্রুত আগুনকে নিভিয়ে ফেলে। ফায়ার বলের মধ্যে মনো অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করা হয়, যা পরিবেশ বান্ধব। বলটি আগুনে সংস্পর্শে আসার তিন থেকে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে ফেটে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

Link copied!