• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্দোলনের দিবাস্বপ্ন দেখছেন ফখরুল : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১২:৪২ পিএম
আন্দোলনের দিবাস্বপ্ন দেখছেন ফখরুল : কাদের
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে ছাড়া পেয়ে আন্দোলনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া যায় না। এটা বিএনপির টের পাওয়া উচিত।”

এ সময় বিএনপিকে পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বাংলাদেশের জন্য সম্মানের এবং গর্বের। অতীতে কখনো এটা হয়নি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি ষড়যন্ত্র ও বাধার মুখে নির্বাচন করেছেন জানিয়ে কাদের বলেন, “ভূরাজনৈতিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের প্রতি অনেকের নজর রয়েছে।”

ওবায়দুল কাদের আরও বলেন, “দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাননি তাদের ধৈর্য ধরতে হবে।”

Link copied!