• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্রমন্ত্রী


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৪:৪৮ পিএম
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচনী প্রচারে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, “আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন করা হবে।”

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আব্দুল মোমেন বলেন, “সিলেটে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে, নদীভাঙন রোধ করতে পদক্ষেপ নেওয়া হবে।”

এ ছাড়া সিলেট-ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকাল ১০টায় ড. মোমেন নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!