• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঈদের ছুটি এক দিন বাড়ল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০১:০২ পিএম
ঈদের ছুটি এক দিন বাড়ল

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে ২৭ জুন থেকে ৫ দিন ঈদুল আজহার ছুটি থাকবে।

সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মঙ্গলবার (১৩ জুন) বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন, সে জন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।”

এদিকে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানতে আজ সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Link copied!