• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে সচিবের ফ্ল্যাট থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০১:০৩ পিএম
রাজধানীতে সচিবের ফ্ল্যাট থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর ইস্কাটনের একটি অ্যাপার্টমেন্টের ৮ তলার একটি ফ্ল্যাট থেকে আমেনা আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাতিরঝিল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। আমেনা আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ওই বাসায় দেড় বছর ধরে কাজ করছিলেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরুজ্জামানের ইস্কাটনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী আমেনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। 

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমেনা আক্তার আত্মহত‌্যা করেছেন। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

আব্দুর রশিদ আরও জানান, ফ্ল্যাটের লোকজন বলেছেন যে, তারা সন্ধ্যায় বাসার বাইরে যান। রাতে বাসায় ফিরে জানালার গ্রিলের সঙ্গে আমেনাকে ফাঁস নেওয়া অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

Link copied!