• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৫:৫৮ পিএম
বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেনটি হাইকোর্ট।

সোমবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে মিজানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে ২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

Link copied!