• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশকে ৫২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হয়েছে : বিশ্বব্যাংক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০২:৫৭ পিএম
বাংলাদেশকে ৫২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হয়েছে : বিশ্বব্যাংক
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ বলেছেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা সহায়তা করে আসছি। এ পর্যন্ত বাংলাদেশকে ৫২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আরও ১৬ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার রয়েছে।”

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের একটি ভালো বৈঠক হয়েছে। আমরা বাংলাদেশকে সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। আপনারা জানেন, এ সহায়তা অনেক বড় ও জোরাল। আন্তর্জাতিক আর্থিক সংস্থা হিসেবে বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারবদ্ধ।”

সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করে আব্দুলাই শেখ বলেন, “আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে অর্থায়ন যেমন ছিল, তেমনই সংস্কারের বিষয়টিও ছিল। কারণ বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংস্কার অ্যাজেন্ডা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।”

আব্দুলাই শেখ আরও বলেন, “এক্সচেঞ্জ রেট, মুদ্রানীতি, সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য সুরক্ষা নীতি ও রাজস্ব নীতি সংস্কার বিষয়ে আমরা কথা বলেছি।”

Link copied!