• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বেইলি রোডে আগুন, ১৫ জনকে জীবিত উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৪, ১২:১৯ এএম
বেইলি রোডে আগুন, ১৫ জনকে জীবিত উদ্ধার
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছেছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রারুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁয় আগুন লাগে। এপর্যন্ত ১৫ জনকে উদ্ধার, আহত কয়েকজন ঢামেকে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১১টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ছয়জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তারা হলেন- শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০)।

স্থানীয়রা বলছেন, ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়, পরে অন্যান্য তলায় ছড়িয়ে পরে আগুন।
পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানিয়েছেন, বহুতল ওই ভবনের উপরে তলাগুলোর বাসিন্দারা আটকা পড়েন। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন দ্বিতীয় তলায় লাগলেও তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে দুই দফায় সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ১৫ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন এখনো আটকে আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু এখনো ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা থেকে প্রচণ্ড ধোয়া বেরোচ্ছে।

Link copied!