• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আপনার নির্বাচনী আসনে যেসব এলাকা পড়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৪:৪০ পিএম
আপনার নির্বাচনী আসনে যেসব এলাকা পড়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা বিষয় নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। নির্বাচন নিয়ে ইন্টারনেটে নানা ধরণের প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। নির্বাচনে ভোটার তালিকা দেখার উপায়, ভোটকেন্দ্র জানার উপায়সহ নানা বিষয় মানুষ জানতে চায়।

একই সঙ্গে অনেকেই জানতে আগ্রহী তাদের সংসদীয় কেন্দ্রের সীমানা ঠিক কতটুকু। কিংবা কোন কোন এলাকা তাদের নির্বাচনী আসনের ভেতরে পড়ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয় ২০২৩ সালের পহেলা জুন তারিখে।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয় নির্বাচনী আসনগুলোর তালিকা।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল।

সেসময় এই তালিকা সম্পর্কে আপত্তি থাকলে তা ১৯শে মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল।

৩৮টি আসনের সীমানা নিয়ে আপত্তি এলে সেগুলোর শুনানির পর সাতটি আসনে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। বাকিগুলোর সীমানা অপরিবর্তিত রাখা হয়।

এই সিদ্ধান্তের পর জুন মাসের শুরুতেই চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সরকারের প্রেস বা বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস এর ওয়েবসাইটে গিয়ে এই সংসদ নির্বাচনের আসনগুলোর সীমানা সম্পর্কে জানা যাবে।

Link copied!