• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

মঙ্গলবার রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করবে আ.লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৯:৫৫ পিএম
মঙ্গলবার রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করবে আ.লীগ

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংসদীয় বোর্ডের সভা ডেকেছে টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। দলের গণতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতি মনোনয়নের জন্য আলাদা কোনো মনোনয়ন বোর্ড নেই। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে তাই আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিবে তিনিই রাষ্ট্রপতি হবেন এটা মোটামুটি নিশ্চিত।

মঙ্গলবার সংসদীয় সংসদীয় বোর্ড সভায় রাষ্ট্রপতি মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসবে মঙ্গলবার। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সপ্তম সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করবেন দলের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

এর আগে গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ বৈঠক হয়। ওই বৈঠকে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচন করা হয়।

কে হচ্ছেন রাষ্ট্রপতি

পরবর্তি রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত এগিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন এটি মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, সংসদীয় বোর্ডের সভায় ড. মসিউর রহমানকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে শুধুমাত্র আনুষ্ঠানিক।

সংসদীয় বোর্ড সভায় ড. মসিউর রহমানের প্রস্তাব করা হবে এবং তার পক্ষে একজন সমর্থন করবে। তবে রাজনীতির বাইরে আমলাদের রাষ্ট্রপতি করার ব্যাপারে আওয়ামী লীগের একটি অংশের মধ্যে জোর আপত্তি রয়েছে বলে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে ড. মসিউর রহমানের পাশাপাশি অন্য কোনো রাজনীতিবিদের নামও আসতে পারে। আর সেক্ষেত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ চৌধুরীর নাম রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করার প্রস্তাব আসতে পারে বলে নানা গুঞ্জন রয়েছে।

আবুল হাসান মাহমুদ চৌধুরী একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং রাজনীতিতে তার কোনো বিচ্যুতি নেই। তিনি একজন সাবেক আমলা থাকলেও এখন তিনি রাজনীতিবিদ হিসেবেই অধিকতর পরিচিত। এছাড়া আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক গৃহায়ণ ও পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামও অনেকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় আনছেন। তবে শেষ পর্যন্ত তার বয়স একটি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তিনি প্রায় ৮০ বছরের কাছকাছি বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। এ অবস্থায় রাষ্ট্রপতির দায়িত্ব এবং সাম্প্রতিক কঠিন সময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে কারও কারও প্রশ্ন উঠেছে। তাছাড়া তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পাননি। চট্টগ্রামের রাজনীতিবিদ হিসেবেই তিনি সমধিক পরিচিত। 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন। প্রধানমন্ত্রীর আস্থাভাজন, বিশ্বস্ত এবং রাজনীতিবিদ বিবেচনা করেই শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রপতি বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কে রাষ্ট্রপতি হচ্ছেন সেই ব্যাপারে কোনো ইঙ্গিত করেননি। কারও কাছে তার অভিপ্রায়ের কথাও বলেননি। তবে কে হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি তা মঙ্গলবার সংসদীয় বোর্ডে নিশ্চিত হওয়া যাবে।

আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই–বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

জানা গেছে, সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে ভোট দিবেন। আর রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হন সংসদ সদস্যরা। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে এরই মধ্যে জানিয়েছে। আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। তাই মঙ্গলবার  আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক কারা হবেন, সেটাও চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, “মঙ্গলবার দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়টি আসতে পারে।”

তবে আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি পদে কাকে সমর্থন দেওয়া হবে, এ নিয়ে দলীয় কোনো ফোরামেই আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলের বেশ কয়েকজন নেতা। তারা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামের কথা শোনা গেলেও তার কোনো ভিত্তি নেই। তাই সংসদীয় দলের বৈঠকটি গুরুত্বপূর্ণ।”

আওয়ামী লীগের নেতারা আরও বলেন, “প্রধানমন্ত্রী এখনো নিজের পছন্দের কথা প্রকাশ করেননি। এ জন্য দলের নেতারা নানা নাম নিয়ে আলোচনা করছেন। আওয়ামী লীগ একক ক্ষমতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তাই এ নাম জানতে মঙ্গলবার অপেক্ষা করতে হবে।”

Link copied!