আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর।
মঙ্গলবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত আছেন সেলিম মো. জাহাঙ্গীর। ২০১৮ সাল থেকে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন। গত বছর ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন।
সেলিম মো. জাহাঙ্গীর ২০১৫ সাল থেকে দুই বছর র্যাবের পরিচালক ছিলেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এবং কক্সবাজারের এসপি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়াশোনা শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন সেলিম মো. জাহাঙ্গীর। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং তিনবার আইজিপি ব্যাজ পেয়েছেন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























