• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বৃহস্পতিবার শুরু গণটিকার দ্বিতীয় ডোজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০১:১৭ পিএম
বৃহস্পতিবার শুরু গণটিকার দ্বিতীয় ডোজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকাগ্রহণকারীরা  আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম ২৮ অক্টোবর শুরু হবে। সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হবে।

অধিদপ্তর থেকে আরও জানায়, ২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধু তারা ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ পাবেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ গণটিকা দেওয়া হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!