• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

কারাগারে কিউকমের সিইও রিপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:৪৮ পিএম
কারাগারে কিউকমের সিইও রিপন

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা প্রতারণার মামলায় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

একদিনের রিমান্ড শেষে শুক্রবার (১৫ অক্টােবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুন-উর রশীদ।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য গত ১৩ অক্টোবর শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম।

এর আগে গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। 

এরপর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে করা মামলায় শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!