• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ১২:৩৯ পিএম
সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। এরই মধ্যে তাকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!