বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে উঠে এসেছে। সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ১৪৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ১৯৯ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি । ১৮০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই।
জানা গেছে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।






























