রাজধানীর শাহবাগ থানার হাইকোর্টসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক এক দিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, হাইকোর্টসংলগ্ন ফুটপাতে মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সিআইডির ফরেনসিক টিম তার পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।
একই থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, বুয়েট ডাচ-বাংলা বুথের পাশে ময়লার ডাস্টবিনে একটি কার্টনের ভেতর রাখা ছিল ছেলে নবজাতকটির মরদেহ। এক রিকশাচালক সেটি দেখতে পেয়ে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, নবজাতকটির মরদেহ কেউ ডাস্টবিনে ফেলে রেখে গেছে। মরদেহটি কিছুটা পচে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























