• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৮:৩১ এএম
রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। এর ফলে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

সেই ধারাবাহিকতায় রাজধানীতে মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকেও শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১০টা পর্যন্ত।

বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে সে তালিকা জানিয়ে দিয়েছে।

তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকাতে এখন কোনো লোডশেডিং নেই। লোড কম বা বরাদ্দের ভিত্তিতে প্রয়োজনে লোডশেডিং হতে পারে। তাই হালনাগাদ তথ্য জানার জন্য ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

রাজধানীতে ডেসকো আওতাধীন কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে এখানে ক্লিক করুন।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!