• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ম্যাগনেটিক কয়েনের নামে প্রতারণা, আটক ৫


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:২০ পিএম
ম্যাগনেটিক কয়েনের নামে প্রতারণা, আটক ৫

ম্যাগনেটিক কয়েনের নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

রোববার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থানার লেকপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. ইউসুফ আলী, মো. খবির চৌকিদার, মো. শামীম, মো. নাসির উদ্দিন আকন ও মো. জসিম গাজী। এসময় তাদের কাছ থেকে কথিত ১০টি ম্যাগনেটিক কয়েন জব্দ করা হয়।

গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক বলেন, প্রতারক চক্রটির অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!