• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৫:১০ পিএম
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হারুন অর রশিদ ওরফে রাহিদ (২৬)। এ সময় তার কাছ থেকে ১১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রাহিদ পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!