• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ডিএনসিসির গাড়িচালকদের নিয়োগ বাতিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৯:৪৮ পিএম
ডিএনসিসির গাড়িচালকদের নিয়োগ বাতিল

তথ্যগত গরমিলের প্রমাণ পাওয়ায় ১০ গাড়িচালকের নিয়োগ আদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অস্থায়ী ভিত্তিতে তাদের ভারী গাড়ি চালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শুক্রবার (১২ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

তিনি জানান, অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগকৃত ১০ জন চালকের তথ্যগত গরমিল থাকায় নিয়োগ আদেশের শর্ত ১(৫) ও ১(চ) মোতাবেক তাদের জন্য প্রযোজ্য নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া ডিএনসিসির অন্য কোনো কাজে তাদের সম্পৃক্ত করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগ আদেশ বাতিল হওয়া ওই ১০ ভারী গাড়িচালকরা হলেন আয়নাল হোসেন, সোহেল রানা, রাসেল হোসেন, দিদার মোহাম্মদ হেলাল, আরিফ হোসেন, আবুল বাসার, মাসুদ রানা, আনিচুর রহমান, মো. ইব্রাহিম এবং শাহাদাত হোসেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!