সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে একদিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটিকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় নুর মোহাম্মদ জানান, রাত ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পান। পরে বাড়ির পেছনে গিয়ে জীবিত নবজাতকে দেখতে দেখি। এ সময় নবজাতককে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়া একদিন বয়সের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে। এখন শিশুটি সুস্থ আছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবে।




































