• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

১২ কেজি এলপিজির দাম বাড়ল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৩:৪৪ পিএম
১২ কেজি এলপিজির দাম বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- রোববার থেকে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে লাগবে ১ হাজার ২৫৪ টাকা। যা এতদিন ১ হাজার ২৪২ টাকা  ছিল। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ১২ টাকা।

এর আগে, গত মাসে দাম কমেছিল ৯৩ টাকা, আর আগের মাসে কমেছিল ১০৪ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে। 
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!