• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৫:০৮ পিএম
দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৩ মে) সকালে অফিসার্স ক্লাব সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহ পরান প্রমুখ।

এসময় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!