• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শনি-রবিবার ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ০৭:৪৪ পিএম
শনি-রবিবার ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে

ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র আগামী শনি-রোববার খোলা থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিসার জন্য আবেদনকারী, ভিসা গ্রহণের সুবির্ধাথে এ ব্যবস্থার কথা জানিয়েছে দেশটির হাইকমিশন।

জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। ১৫টি ভিসা কেন্দ্র থেকেই সাধারণ মানুষ পাসপোর্ট-ভিসা গ্রহণ করতে পারবে। রোববার (১ মে) যমুনা ফিউচার পার্ক আইভিএসিসহ দেশের সবকটি ভিসা কেন্দ্রও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। বিকাল ৫টা থেকে রাত ৮টা পযর্ন্ত পাসপোর্ট-ভিসা ডেলিভারি দেওয়া হবে। ২ মে ও ৩ মে সবকটি আইভিএসি বন্ধ থাকবে।

বাংলাদেশে মোট ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!