• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাজার নিয়ন্ত্রণে জরিমানা সাড়ে ১৩ লাখ টাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৭:৫১ পিএম
বাজার নিয়ন্ত্রণে জরিমানা সাড়ে ১৩ লাখ টাকা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৮টি জেলায় ৬১ জন কর্মকর্তা বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এসময় ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৪৫টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৪৮ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ এপ্রিল) রাজধানীসহ সারাদেশে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা ও আদায় এবং ৩ জন অভিযোগকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটরা আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিত করাসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!