রাজধানীর বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বনশ্রীর এফ ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন আবদুল্লাহ আল নোমান ও মো. পাভেল। তাদের বয়স ১৯ থেকে ২০ বছর হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন বলেন, একটি মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। প্রথমে মোটরসাইকেলকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় মিয়ামী পরিবহন নামের একটি বাস দুই আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান একজন। অন্যজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, দুজনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।