• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে পার্থ’র বিজেপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৭:৪৭ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে পার্থ’র বিজেপি
ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দলটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।

এতে দলটির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। নির্বাচন কমিশন গঠন নিয়ে এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে।

এছাড়া চলমান সংলাপের অংশ হিসেবে আজ যোগ দেয় বাংলাদেশ জাতীয় পার্টি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!