• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ছাত্রদলের শীর্ষ পদে জবির ১৪ ছাত্রনেতা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:৪০ পিএম
ছাত্রদলের শীর্ষ পদে জবির ১৪ ছাত্রনেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিতে পদ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১৪ ছাত্রনেতা।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

পদধারী নেতারা হলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম সিয়াম, মো. সালাউদ্দিন, আবুল খায়ের ফরাজি, জুয়েল মৃধা, সুমিত রহমান, জাহিদ হোসেন, বাবু ভুঁইয়া, তাহসান রেজা, রাকিবুল হাসান অয়ন, জকির উদ্দিন আবির, সাইফুল হক তাজ ও কাজী জিয়া উদ্দিন বাসেত। সহ সম্পাদক হিসেবে রয়েছেন রাজ্জাকুর রহমান রাজ ও সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নয়ন বাছার।

একঝাঁক পরীক্ষিত সৈনিককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম। তিনি বলেন, “আসন্ন দেশমুক্তির আন্দোলনে সকল সহযোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রাখছি।”

Link copied!