• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

রূপালী ব্যাংকের ৭ কর্মকর্তাকে জিম্মি, মুক্তিপণ দাবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:১০ পিএম
রূপালী ব্যাংকের ৭ কর্মকর্তাকে জিম্মি, মুক্তিপণ দাবি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ৭ কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে একদল ডাকাত। বর্তমানে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছে।

জানা গেছে, ডাকাতরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা পীযূষ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাতের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়।  

জানা গেছে, দুপুরে জিঞ্জিরার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকে ডাকাত দল প্রবেশ করে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে রাখা হয়েছে।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!