হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালামাল ছিনিয়ে পালানোর সময় চারজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়।
বিমানবন্দর পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আটকরা হচ্ছেন সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক। তাদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। তারা দুইজনই বর্তমানে র্যাবে কর্মরত বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
আটক করা অপরজন মো. আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























