আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মতিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকও ছিলেন।
রোববার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টায় আব্দুল মতিন নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সার্ভেল্যান্স টিমের মাধ্যমে বাড়ি ঘিরে রাখা হয়। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান।
সোহরাব আল হাসান জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আমরা তাকে আটক করে বাড়ি তল্লাশি করেছি। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত জানানো যাচ্ছে না। পরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।








-20251027102457.jpeg)






















