• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

এক দিনে সারা দেশে আগুনে পুড়ল ১০ যানবাহন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০১:২৫ পিএম
এক দিনে সারা দেশে আগুনে পুড়ল ১০ যানবাহন

রাজধানীসহ সারা দেশে এক দিনে ১০টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে নাটোরে পুড়েছে ৩টি যাত্রীবাহী বাস।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১০টি যানবাহনে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অগ্নিসংযোগে যাত্রীবাহী বাসগুলো পুড়েছে ঢাকার মহানগরে ১টি, নওগাঁর মহাদেবপুর বাজারে ১টি এবং নাটোরের বনপাড়া মহিষাভাঙ্গা এলাকায় পুড়েছে ৩টি যাত্রীবাহী বাস। এছাড়া ৪টি পুড়ে যাওয়া ট্রাকের মধ্যে কিশোরগঞ্জে কুলিয়ারচর ফায়ার স্টেশনের সামনে ১টি, খাগড়াছড়ির জালিয়ারপাড়ায় ১টি, দিনাজপুরের বীরগঞ্জের মোহাম্মদপুরে ১টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন  মতিহারে এলাকায় পুড়েছে ১টি ট্রাক। এর বাইরে একটি কাভার্ড ভ্যান পুড়েছে সিলেটের দক্ষিণ সুরমার লালবাজার এলাকায়।

Link copied!