• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৬

মাদকবিরোধী অভিযানে ৪৫ জন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:৫১ এএম
মাদকবিরোধী অভিযানে ৪৫ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশি মদ, ২ কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও ২৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!