• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:০৮ পিএম
ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম

চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪৪টি কোম্পানি। এসব কোম্পানির ৮৪ কোটি ৬৪ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬৩টি শেয়ার ৬৮বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩টি ট্রেডে ২৫ লাখ ২০ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১০ হাজার-টি শেয়ার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!