চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্তকাজ শেষ হয়েছে। শিগগিরই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। প্রতিবেদনে পরীমনিকে অভিযুক্ত করা হবে বলে মামলার তদন্ত সংস্থা সিআইডি সূত্রে জানা গেছে।
সিআইডি সূত্রে জানা যায়, মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সব কটিই প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকেসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে খুব দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এমনকি আজকালের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে।
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন গণমাধ্যমকে জানান, পরীমনির মামলার তদন্তকাজ শেষ হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তারা দ্রুত আদালতে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে রাত ৮টার দিকে পরীমনি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম দীপুকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে আইস, এলএসডিসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায় বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট পরীমনিকে বনানী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক মামলাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মামলা করার পর আদালতের মাধ্যমে পরীমনিকে তিন দফায় সাত দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৭ দিন তিনি কারাগারেও ছিলেন। পরে ৩১ আগস্ট কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।