• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

শাহজালালে বিপুল বিদেশি মুদ্রাসহ আটক ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০১:০৭ পিএম
শাহজালালে বিপুল বিদেশি মুদ্রাসহ আটক ১

বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাহাঙ্গীর গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২৬ জুলাই) ভোরে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা সমমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

গ্রেপ্তার জাহাঙ্গীর গাজীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। জাহাঙ্গীর কাপড়ের ব্যবসা করতেন। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে মিসরে যাওয়ার আগে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করে এপিবিএন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বিদেশে পাচারের উদ্দেশ্যে জাহাঙ্গীর বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখেছিলেন বলে তাঁদের সন্দেহ।

Link copied!