• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

যুবলীগ থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:০৩ এএম
যুবলীগ থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতি

সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমনকে (ব্যারিস্টার সুমন) যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ব্যারিস্টার সুমন সংগঠনটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। 

শনিবার (৭ আগস্ট) রাতে মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে জানান, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যারিস্টার সুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন স্লোগান দেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ব্যারিস্টার সুমন এ ঘটনার সমালোচনা করে ফেসবুকে একটি ভিডিও দেন। এরপর যুবলীগের পদ হারালেন তিনি।

২০২০ সালের ১৪ নভেম্বর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান ব্যারিস্টার সুমন।

Link copied!